
চাঁদপুরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় গৃহবধূ মৃত্যু
চাঁদপুরে বালুবাহী একটি ট্রাকের চাপায় নূরুন নাহার (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত নূরুন নাহার পাশের প্রত্যাশী গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক মো. শাহজাহানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে নিজের চিকিৎসা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন গৃহবধূ নূরুন নাহার। এ সময় অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি।
এমন সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয় । পরে আসঙ্কাজনক অবস্তায় নূরুন নাহারকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪