রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তপ্ত রাজনীতি। রাজপথ দখলে শক্তির মহড়ায় আওয়ামী লীগ ও বিএনপি। কর্মসূচি নিয়ে মাঠে আছে দুদলই। মঙ্গলবার ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় সংঘর্ষের ঘটনাও ঘটে। এমন উত্তাপের মাঝে আজও রাজধানীসহ দেশের কয়েক স্থানে পালটাপালটি কর্মসূচি পালন করবে তারা। ঢাকায় কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দুদল।
বেলা ৩টায় রাজধানীর সাত রাস্তায় ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সেখান থেকে মহাখালী বাসস্ট্যান্ড পর্যন্ত শোভাযাত্রা করবে দলটি।
রাজধানী ছাড়াও ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের প্রতিটি জেলা ও মহানগরে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে করবে আওয়ামী লীগ। এদিকে সরকারের পদত্যাগে একদফা দাবিতে আজও পদযাত্রা করবে বিএনপি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও খুলনা মহানগরীসহ কয়েক জেলায় পালিত হবে এ কর্মসূচি। রাজধানীতে আব্দুল্লাহপুর থেকে বেলা ১১টায় শুরু হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হবে পদযাত্রা। ৬ ঘণ্টার এ পদযাত্রা শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
রামপুরা ব্রিজে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলটির আজকের পদযাত্রার রোডম্যাপ হচ্ছে-আব্দুল্লাহপুর-বিমানবন্দর-কুড়িল বিশ্বরোড-নতুন বাজার-বাড্ডা-রামপুরা ব্রিজ-আবুল হোটেল-খিলগাঁও-বাসাবো-মুগদাপাড়া-সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা)।