ঠাকুরগাঁও জেলার রাণী সংকৈল উপজেলার আব্দুর রহিম ফিলিং ষ্টেশনের জালানী বহনকারী একটি লরি ঢাকা মেট্রো- ড-৪৪০৭৯১ বাঘাবাড়ী হতে জালানী সংগ্রহ করে ফেরার পথে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শহরের কাছে ব্র্যাক অফিসের সামনে বিদ্যুৎ এর খুটিকে ধাক্কা দিলে জালানী ভর্তি লরিটি সড়কের উপর উল্টে যায়। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ ২৬ অক্টোবর সোমবার ভোর ৫ টায় উক্ত সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ এর সহযোগীতায় আব্দুর রহিম ফিলিং ষ্টেশনের উদ্ধাকারী দল ঘটনা স্থলে এসে শত চেষ্টার পর কোন যানমালের ক্ষয়ক্ষতি ছাড়াই সকাল সাড়ে ১০টায় সড়কে উল্টে যাওয়া জালানী ভর্তি লরিটিকে সচল করতে সক্ষম হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সেতাবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মোঃ রুহুল আমিন জানান, বিদ্যুৎ সঞ্চালন লাইনের ও খুটির ক্ষতি হওয়ায় ব্র্যাক অফিস এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। সড়কে আটকে পড়া এক ট্রাক ড্রাইভার মোঃ কামাল হোসেন জানান, দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের ব্র্যাক অফিস এর পাশে রাখা গোবরের ঢিপি (গরুর মল) এই দুর্ঘটনার কারন। এলাকাবাসী জানান এই স্থানে একই কারনে আরো কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।