দিনাজপুরের খানসামায় স্কুল ছাত্রকে বাঁচাতে গিয়ে গাছের সাথে ধাক্কায় মোটরসাইকেল চালক মোশরাফুল আলম (১৮) নামে এক যুবক নিহত। নিহত মোশরাফুল আলম উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া গ্রামের হকেরহাট এলাকার ছকেত আলীর ছেলে। আজ ২১ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার শিমুলতলী মোড়ের দক্ষিণে ময়দানপাড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক মোশরেফুল আলম হকেরহাট থেকে পাকেরহাট আসার পথে ময়দানপাড়ে শিমুলতলা এলাকায় বাঁকা রাস্তা পারাপারের সময় স্কুল ছাত্র ইউসুফ ইসলামকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাছের সাথে ধাক্কা লাগে।
পরে রক্তাত্ত অবস্থায় মোটর সাইকেল চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ নুর ফারিয়া আইরিন তাকে মৃত ঘোষনা করে। খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক সাজু বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি মর্মাহত।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪