প্রতিদিন ব্যবহার করতেই হয় এমন একটি পণ্য সাবান। কিন্ত এই সাবান তৈরি হয়েছিল কবে তা হয়তো অনেকেরই জানা নেই। একটি সাবানের দাম আড়াই লাখ টাকা! আজ থেকে ৫০০০ হাজার বছর আগে প্রাচীন ব্যাবিলনে এর প্রচলন শুরু হয়। তবে সে সময় সাবান তৈরি হতো পশুর চর্বি ও গাছের তেল থেকে।
ব্রিটেনে প্রথম সাবানের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ১২ শতাব্দীর শেষের দিকে। কিন্তু সাবান তৈরির ফর্মূলা দু-একজন ব্যক্তির কাছে থাকায় তারা এটি নিয়ে একচেটিয়া ব্যবসা শুরু করেন। সে সময় সাবান ছিল খুবই দামি একটি পণ্য, সাধারণত খুব ধনী ছাড়া এটি ব্যবহারের সাধ্য কারও ছিল না।
সাবান সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আসে অনেক পরে। ১৭৯১ সালের দিকে ফরাসি সাবান প্রস্তুতকারক নিকোলাস লে ব্লঁ সাবান তৈরির একটি রাসায়নিক প্রক্রিয়া আবিষ্কার করেন। এতে সাবান পরিণত হয় সস্তা একটি পণ্য। প্রতিটি দোকানের কঠিন ও তরল সাবান, নানা রঙ ও সুগন্ধীতে ভরপুর প্রচুর সাবান কিনতে পাওয়া যায়, আর এ সবই ক্রয়ক্ষমতার মাঝে।
তবে বর্তমান বিশ্বে দামি সাবানও রয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি সাবানের মূল্য আড়াই লাখ টাকা বা ২ হাজার ৮০০ ডলার। লেবাননের ত্রিপলিতে, বদর হাসান অ্যান্ড সন্স নামে কোম্পানিটির হাতে সাবানটি নির্মিত। আর সাবানের ব্র্যান্ড ‘দ্য খান আল সাবান’। পৃথিবীর সবচেয়ে দামি এ সাবানে রয়েছে ১৭ গ্রাম ২৪-ক্যারেট স্বর্ণের গুঁড়ো, সামান্য পরিমাণ হীরার গুঁড়ো, খাঁটি অলিভ অয়েল, অর্গানিক মধুসহ অন্যান্য উপাদান।
এদিকে জীবাণু থেকে সুরক্ষা পেতে বারবার সাবান দিয়ে হাত ধোয়ার প্রচলনটা কিন্তু বর্তমান না বরং ব্যাপারটা প্রথম আবিষ্কার করেছিলেন ইগনাজ সেমেলউইস। তার সহকর্মীরা হাত ধোয়ার এ অদ্ভুত পদ্ধতির জন্য তাকে বিদ্রুপ করতো, এবং একসময় সবাই তাকে পাগল ভেবে শেষ পর্যন্ত পাগলাগারদে পাঠায়।
পাগলাগারদের গার্ডদের অমানবিক নির্যাতনে একসময় তিনি মারা যান। অথচ ইগনাজ সেমেলউইস বর্তমানে বেঁচে না থাকলেও তার আবিষ্কারটি বৃথা যায়নি। ২০২০ থেকে করোনার কারণে পুরো বিশ্ব এখন বুঝেছে হাত ধোয়ার মর্ম!
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪