দিনাজপুরের বিরলে মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী শেফালী (৩৫) বিরল উপজেলার ভবানীপুর গ্রামের আতাউর রহমানের স্ত্রী। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিরলের বানিয়াপাড়া বাজার সংলগ্ন ব্রিজের পাশে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বানিয়াপাড়া বাজার সংলগ্ন ব্রিজের পাশে রাস্তা পারাপারের সময় দিনাজপুর থেকে বিরল অভিমুখে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল ওই মহিলাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে বিরল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোটরসাইকেল চালক রাকিব ঘটনার পর সে জনতার তোপের মুখে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
বিষয়টি বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা নিশ্চিত করেছেন।