রংপুর রেল স্টেশনের নিকটে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
জানা গিয়েছে, পার্বতিপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ৪৬২ নম্বর ট্রেনটি রংপুরে রেল স্টেশনের আসছিল। নগরীর লালবাগ রেল ক্রসিংয়ের সামনে অজ্ঞাত যুবক রেল লাইন দিয়ে হাঁটছিল। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান।
রংপুর জিআরপি থানার ইনচার্জ আব্দুর রহিম বলেন, যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।