রংপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার রাতে নগরীর সাতমাথা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় কাউন্সিলর ও জিআরপি সূত্রে জানা গেছে, নগরীর জিএলরায় রোডস্থ আঙ্গুর মিয়ার ব্রিজ সংলগ্ন বাসিন্দা মানিক মিয়ার ছেলে আফিয়ান ইসলাম সাকিব (২০) মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাতমাথা রেল ক্রসিংয়ের নিকট রেল লাইনের বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলছিল।
এসময় রংপুর এক্সপ্রেস ট্রেন ওই স্থান অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে সাকিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার প্রস্তুতির সময় সে মারা যান। স্থানীয় কাউন্সিল জাহাঙ্গিল আলম তোতা বলেন, নিহত সাকিবের লাশ দাফন করা হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।
রংপুর জিআরপি ইনচার্জ আব্দুর রহিম বলেন, আমরা বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কোন মামলা রেকর্ড হয়নি।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪