
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সেই যুবকের পরিচয় জানা যায়নি । সোমবার রাতে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মূধা জানান, সোমবার রাতে মোহনপুর এলাকায় রেলসড়ক থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪