দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ফরক্কাবাদ দেওয়ানজি দিঘীসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই যুবকের নাম মো. আজিজার রহমান (৩৫)। তিনি গ্রামীণ ব্যাংক বোচাগঞ্জ উপজেলায় হাটরামপুর শাখায় কর্মরত ছিলেন। সকালে কর্মস্থলে যাওয়ার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর থেকে ছেড়ে আসা বিআরটিসি যাত্রীবাহী বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরটি উল্টে পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আজিজার রহমান মারা যান।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম হাবীব বলেন, ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪