দিনাজপুরের পার্বতীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মমিনুল ইসলাম মোমিন (২০) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার এক বন্ধুও।
গতকাল শনিবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে পার্বতীপুর পৌর এলাকার পোড়াভিটা মুসাহরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মমিনুল ইসলাম মোমিন পুরাতন বাজারের গোয়ালাপট্টির লুৎফর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন বাজারের সাগর সিনেমা হলসংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন মমিনুল ইসলাম মোমিন। এ সময় ভ্যানচালক মমিনুর ইসলাম কুড়ি (২৫) তার চলন্ত ভ্যান দিয়ে মোমিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে আঘাতপ্রাপ্ত মোমিন কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে মুসাহারপাড়ায় মমিনুর ইসলাম কুড়ির বাড়িতে তার বাবার কাছে গিয়ে বিচার দেন। এ সময় হঠাৎ করে কুড়ি দৌঁড়ে এসে মোমিনের পেটে ছুরিকাঘাত করেন। মোমিনকে বাঁচাতে গিয়ে আহত হন তার বন্ধু লিমনও।
এলাকাবাসী মোমিনকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই রাত ১১টার দিকে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই কুড়িকে গ্রেফতার করে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘাতক মমিনুল ইসলাম কুড়িকে রাতে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।