কপালে টিপ পরায় এক শিক্ষককে বাজে গালি দিয়ে তার গায়ে মোটরসাইকেলের চাকা তুলে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীতে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, “আমরা ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
পুলিশের পোশাক পরা ওই ব্যক্তির নাম বলতে না পারলেও তার দাঁড়ি আছে বলে জানায় ভুক্তভুগি লতা সমাদ্দার ।
লতা সমাদ্দারের জানান, শনিবার সকাল ৮টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় ফার্মগেটের আনন্দ সিনেমার সামনে নামেন। সেখান থেকে হেঁটে তেজগাঁও কলেজে কর্মস্থলে যাচ্ছিলেন। সেসময় সেজান পয়েন্টের সামনে থেমে থাকা একটি মোটরসাইকেলের উপর পুলিশের পোশাক পরা এক ব্যক্তি বসে ছিলেন। ওই মোটরসাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময়ে ওই ব্যক্তি লতার কপালে টিপ পরা নিয়ে বাজে মন্তব্য করেন।
এক পর্যায়ে পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন লতা সমাদ্দাকে । পেছনে ফিরে ঘটনার প্রতিবাদ করায় ফের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় শিক্ষক লতাকে। তাকে উদ্দেশ্য করে ‘টিপ পরছোস কেন’ মন্তব্য করেন ওই ব্যক্তি।
লতার অভিযোগ, তিনি প্রতিবাদ করায় পুলিশের ওই সদস্য মোটরসাইকেল চালিয়ে তার গায়ের উপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে সরে যাওয়ার চেষ্টা করলে আহত হন তিনি।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪