পিরোজপুরের নাজিরপুরে শ্রীরামকাঠী ইউনিয়নে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ওই শিশুর মা বাদী হয়ে মামলা করলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওই যুবকের নাম তরাক মজুমদার (৩৫)।
পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১টার দিকে শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় তরাক মজুমদার ওই শিশুকে লিচু খাওয়ানোর কথা বলে একটি লিচু বাগানে নিয়ে যান। সেখানে একটি টিনের ঘরে নিয়ে তরাক মজুমদার ওই শিশুর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই শিশুটি চিৎকার করলে তরাক মজুমদার পালিয়ে যান।
পরে ওই শিশুর মা শিশুটিকে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর পিরোজপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দ্বীপান্বিতা দেবনাথ বলেন, ‘৮ বছরের এক শিশুকে আমাদের হাসপাতালে নিয়ে এসেছিল স্বজনেরা। আমরা তার প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আমাদের হাসপাতালে ধর্ষণের শিকার শিশুদের পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থা না থাকার কারণে তাকে পিরোজপুর সদর হাসপাতালে পুলিশের মাধ্যমে পাঠানো হয়েছে।’
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪