ছিনতাই, চুরি ও চাঁদাবাজিও অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে এক কিশোর গ্যাং গ্রুপের ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। সেই কিশোর গ্যাং গ্রুপটির নাম হলো ‘ভাইব্বা ল কিং’। তারা মূলত ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে থাকে।
র্যাব জানায়, তারা গত দুই বছর ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চন্দ্রিমা উদ্যান, নবীনগর, চাঁদ উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও চুরি করে আসছিল।
খন্দকার আল মঈন বলেন, ‘যেসব মানুষ ছিনতাইয়ের শিকার হয় তারা অভিযোগ করতে চায় না। আর এজন্যই আসামিদের গ্রেপ্তার করতে আমাদের সমস্যা হয়। কিন্তু আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই গ্রুপের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা প্রায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা আক্রমণ করে ভয় দেখিয়ে চুরি-ছিনতাই করতো’ যা আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছি ।
‘ভাইব্বা ল কিং’ গ্রুপের নেতা শরীফ ওরফে মোহন (১৮)। অন্যরা হলো- রুমন (১৮), উদয় (১৯), নয়ন (১৮), শাকিল (১৯) ও জাহিদ (১৮)। এরা ছাড়াও তিন অপ্রাপ্ত বয়স্ক কিশোরকেও গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪