বিয়ে করার পর ‘সংসার’ করতেন বড়জোর ১০ থেকে ১৫ দিন। এরপর টাকা, গয়না হাতিয়ে নিয়ে স্বামীকে ফেলে উধাও হয়ে যেতেন ‘স্ত্রী’। এরপর কিছুদিনের বিরতি। আবার অন্য পুরুষ, অন্য বিয়ে, নতুন ‘সংসার’। এ ভাবে গত চার বছরে আটজন স্বামীর ঘর করেছেন এক নারী। সম্প্রতি প্রতারণার দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপরই শারীরিক পরীক্ষায় ওই নারী এইডসে আক্রান্ত বলে জানা যায়। ঘটনাটি ভারতের । ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, কতদিন আগে থেকে ওই নারী এইডসে আক্রান্ত তা জানা যায়নি। পুলিশ এ কারণে ওই নারীর সাবেক স্বামীদের সঙ্গে যোগাযোগ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মেডিক্যাল পরীক্ষাও করাতে বলা হয়েছে। বিয়ের আড়ালে এমন প্রতারণার ঘটনা অবশ্য ভারতে নতুন নয়। তবে প্রতারক কনের মাধ্যমে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতারিতদের এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা এবারই প্রথম শোনা গেল। পুলিশ জানিয়েছে, ওই নারীর বাড়ি পাঞ্জাবে। বয়স ৩০। তিনি দুই সন্তানের মা। বিয়ে করে প্রতারণার ব্যবসা করছেন গত চার বছর ধরে। এ কাজে তার আরও তিন সহযোগীও ছিলেন। পুলিশ সেই সঙ্গীদেরও গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন ওই নারী। এইডসে আক্রান্ত ওই নারী পুলিশকে জানিয়েছেন, কী ভাবে মাত্র ১৫ দিনের মধ্যে বিয়ে করে সেই বিয়ে থেকে বেরিয়েও আসতেন তিনি। তিনি বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে পণের মামলার হুমকিতেই কাজ হত। তবে তাতেও সুবিধা না হলে শ্বশুরবাড়ির সদস্যদের অচেতন করে টাকা-গয়না নিয়ে পালাতেন তিনি।
ওই নারী আরও জানান, সাধারণত স্বামী কতটা অবস্থাপন্ন তার উপর নির্ভর করত তিনি শ্বশুরবাড়িতে কতদিন থাকবেন। ধনী হলে ১৫ দিন। কম অবস্থাপন্ন হলে ১০ দিনের মধ্যেই কাজ শেষ করত প্রতারক দলটি। পুলিশ জানিয়েছে, চার বছর আগে ওই নারীকে ছেড়ে চলে গিয়েছিলেন তার স্বামী। তারপরই তিনি এই ব্যবসা শুরু করেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪