সাভারের সেনাবাহিনীর রিমাউন্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হয়েছেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল আকবর হোসেন।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে সাভারে সেনাবাহিনীর আরভিঅ্যান্ডএফসি-এর ডিপোতে অভিষেক অনুষ্ঠানস্থলে তিনি পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে কর্নেল কমান্ড্যান্ট র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
এ সময় নবম পদাতিক ডিভিশনের সাভার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীনসহ কোরের অধীন সব ইউনিটের অধিনায়ক ও সদস্য উপস্থিত ছিলেন।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪