
যৌনশিক্ষ’র ছবি নিয়ে আসছেন অক্ষয় কুমার
পরপর চারটি সিনেমা ফ্লপ হওয়ায় বছরটা ভালো যাচ্ছে না বলিউড তারকা অক্ষয় কুমারের। এরপর তাঁর অভিনীত সিনেমার সিক্যুয়েলে না থাকা—সব মিলিয়ে কোণঠাসা অবস্থা। এরই মধ্যে আবার নতুন সিনেমার ঘোষণা দিলেন এই অভিনেতা। তিনি জানালেন, আগামী বছর যৌনশিক্ষারছবি নিয়ে আসছেন তিনি।
ছবি প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘যৌনশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরকম একটা বিষয়ের ছবিতে কাজ করছি। আগামী বছর এপ্রিল অথবা মে মাসে ছবিটি মুক্তি দিতে চাই। আমি এর আগেও এমন সামাজিক বিষয়ের ছবিতে কাজ করেছি। সেগুলো ব্যবসাসফল হয়েছে। আশা করি, এটিও সফল একটা ছবি হবে এবং আমার সেরা ছবিগুলোর একটি ছবি হবে।’ যদিও ছবিটির নাম তিনি জানাননি।
এত বিষয় থাকতে যৌনশিক্ষা কেন ? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যৌনশিক্ষা বিষয়ে অনেকেই জানেন না। এ কারণে অনেকে ভুল ধারণা নিয়ে বিপথে যান। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে পাঠ দান করা হয়। কিন্তু অনেক জায়গায়ই বিষয়টা নেই। আমি চাই বিশ্বের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌনশিক্ষা বিষয়ে পাঠদান করানো হয়।’
সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেন বলিউডের অনেক তারকা। এই ফেস্টিভ্যালে তাঁদের সঙ্গে যোগ দেন অক্ষয় কুমারও। সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য দেন। এর আগেও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে ছবি করেছেলন অক্ষয়। এগুলোর মধ্যে রয়েছে ‘প্যাডম্যান’, ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো ছবি।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪