বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের যশোরের বাসভবনে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের ঘোপ পিলু খান সড়কের বাসভবনে হামলার এ ঘটনা ঘটে। ১৫টিরও বেশি বোমা অমিতের বাড়ি ও তার চাচাতো ভাই সোহানের বাড়িতে নিক্ষেপ করা হয়। এসময় বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
অমিতের বড় ভাই দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত সাংবাদিকদের জানান, বাড়িতে ঢোকার ২ থেকে ৩ মিনিট পর হামলা হওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। বাসভবনে একের পর এক বোমা হামলা শুরু হয়।
হামলাকারীরা পাশে অনিন্দ্য ইসলাম অমিতের চাচার বাড়িতেও বোমা নিক্ষেপ করে।
বাড়ির প্রধান ফটকে ও ভেতরে বোমা বিস্ফোরিত হয়। বোমার স্প্লিন্টার বিদ্যুতের তারে লেগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লাগাতার বোমা বিস্ফোরণের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। গভীর রাতে এ বোমা হামলায় আতঙ্কিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা।পরে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে পুলিশের বক্তব্য এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, অনিন্দ্য ইসলাম অমিত সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ছেলে।