
ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, ৬ আরোহী নিহত
শরীয়তপুরের ট্রাক পেছনে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহত হয়েছে ।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শরীয়তপুরের জাজিরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়ি চালক জ্বিলানি (২৮), চালকের সহকারী রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)।
জানা গিয়েছে, ভোরে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি নওডোবা এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ছয় জন ঘটনাস্থলেই নিহত হন। তবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি।
পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ বলেন, হঠাৎ করেই থানার পাশে বিকট চিৎকার চেচামেচি শুনে উঠে আসি। এসে দেখি দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই ছয় জন নিহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে এনে তাদের নিয়ে গাড়ি ও লাশগুলো আমরা উদ্ধার করি।