দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৭ সনের বার্ষিক নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪টি প্যানেল থেকে ৫৪ জন প্রার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্যানেল ৪টির মধ্যে রয়েছে আওয়ামী লীগের দুইটি, বিএনপির একটি ও বাম জোটের একটি। ৩১ আগস্ট সোমবার বিকেলে জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো. আনোয়ার কামাল এর সভাপতিত্বে উক্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় উপ
নির্বাচন কমিশনার এ্যাড. ইকবাল রায়হান সোহেল এর পরিচালনায় পরিচিতি সভায় নিজ নিজ প্যানেলের পদপ্রার্থীদের সাথে ভোটারদের পরিচয় করিয়ে দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত কাজেম-সাইফুল প্যানেল ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত সাইদুর-সারওয়ার বাবু প্যানেল। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট মনোনিত আমিন-আনিসুর প্যানেল ও বাম জোট সমর্থিত ইউসুফ-ইয়ামিন প্যানেল। এছাড়া সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থী এ্যাড মাজহারুল হক সরকার নিজের সাথে পরিচয় করেছেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত সাইদুর-সারওয়ার বাবু প্যানেলের ১৫ জন প্রার্থী হলেন-সভাপতি পদে মো. সাইদুর রহমান, সহ-সভাপতি মজিবর রহমান-৫, মো. মেহবুব হাসান চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক পদে সারওয়ার আহমেদ বাবু, সহ-সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম, মো. মকসেদুর রহমান সাহাজাদা, কোষাধ্যক্ষ রনি চন্দ্র রায়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোছা. সাহিমা সুলতানা, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ¦ মো. মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক সাথী দাস, নির্বাহী সদস্য পদে মো. আবুল কালাম আজাদ-৫, মিজানুর রহমান শাহ, শুভ বিশ^াস, মোসা. সাবিনা ইয়াসমিন-২ ও মো. ফিরোজ জামান।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত কাজেম-সাইফুল প্যানেলের ১৫ জন প্রার্থী হলেন-সভাপতি পদে কাজেম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মো. আজফার হোসেন চৌধুরী (বঙ্গবাবু), হাজী সলিমুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক পদে হাজী মো. সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, মো. মজনু সরদার, কোষাধ্যক্ষ শাহজাহান আলম, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন-২, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কাকলী, পাঠাগার সম্পাদক মো. মাসুদ রানা, নির্বাহী সদস্য পদে মো. ওবায়দুল ইসলাম, কমল কান্ত কর্মকার, মো. জাকারিয়া হোসেন, মাসুদা বেগম ও আরিফ ইকবাল হাসমী।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট মনোনিত প্যানেলের আমিন-আনিসুর প্যানেলের ১৫ জন প্রার্থী হলেন-সভাপতি পদে মো. একরামুল আমিন, সহ-সভাপতি আবু রুশদ হাবীব, মো. হাসান আলী, সাধারণ সম্পাদক পদে মো. আনিসুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ একেএম মঞ্জুর রশিদ (রতন), মো. শাহিনুর রহমান মানিক, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম-২, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খুর্শিদা পারভীন জলি, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মাইনুল আলম, পাঠাগার সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মানিক, নির্বাহী সদস্য পদে নরেশ চন্দ্র প্রামানিক, মিজানুর রহমান-২, দিলারা ইয়াসমিন ইতি, মো. একরামুল হক ও মো. সাদেকুজ্জামান সাগর।
বাম জোট সমর্থিত প্রগতিশীল আইনজীবী পরিষদ মনোনিত ইউসুফ-ইয়ামিন প্যানেলের ৮ জন প্রার্থী হলেন-সভাপতি পদে মো. ইউসুফ আলী-১, সহ-সভাপতি মো. ইমামুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ইয়ামিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মো. রেয়াজুল ইসলাম রাজু, ইন্দ্রোজিৎ কুমার রায় অনিক, কোষাধ্যক্ষ মো. নাজমুল হক, পাঠাগার সম্পাদক মো. কামরুল হাসান-১ ফিদেল ও নির্বাহী সদস্য পদে একমাত্র প্রার্থী রিচার্ড মুর্ম্মু।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিনিয়র আইনজীবী মো. মাজহারুল হক সরকার নিজ পদের পক্ষে পরিচিত সভায় অংশ নিয়েছেন। পরিচিতি সভায় নির্বাচন কমিশনার এ্যাড. রঞ্জিত কুমারসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ৫১৬ জন আইনজীবীর ভোটাধিকার প্রয়োগে আগামী ৫ সেপ্টেম্বর ২০২০ইং তারিখ শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৪২৭ বাংলা সনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪