স্বামী-সন্তানকে আটকে রেখে এক পর্যটক নারীকে গনধর্ষণের ঘটনায় প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
এর আগে গতকাল রবিবকর দুপুরে ৩ জনকে গ্রেপ্তারের কথা জানান কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান।
জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার করা ওই ৩ জন হলো : রেজাউল করিম (২৫), মামুনুর রশীদ (২৮) এবং মেহেদী হাসান (২১)।
এর আগে গত ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে আটক করা হয়। এ নিয়ে এ ধর্ষণের ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
গত বুধবার (২২ ডিসেম্বর) স্বামী-সন্তানকে আটকে রেখে হত্যার ভয় দেখিয়ে এক নারী পর্যটককে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠে। অভিযোগ পেয়ে রাত দেড়টার দিকে কক্সবাজারের কলাতলীর ‘জিয়া গেস্ট ইন’ নামে একটি হোটেল থেকে ওই নারীকে উদ্ধার করে র্যাব।
প্রধান আসামি আশিকুলের বিরুদ্ধে এই মামলা ছাড়াও নারী নির্যাতন, অস্ত্র, ইয়াবার অপরাধসহ আরও ১৭টি মামলা রয়েছে।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪