বজ্রপাতে প্রাণহানির সংখ্যা দিন দিন বাড়ছে। রবিবার (৬ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচি উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- উল্লাপাড়ার আগদিঘল গ্রামের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম, বেলকুচির চর সমেশপুর গ্রামের লাইলি বেগম, সলঙ্গার আঙ্গারু গ্রামের রফিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের কৃষক জুয়েল রানা ও বাতিয়া গ্রামের কৃষক আলহাজ পণ্ডিত।
চট্টগ্রামের মিরসরাই, বোয়ালখালী, ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলায় বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মিরসরাইয়ের স্কুলছাত্র সাজ্জাদ হোসেন (১৬), বোয়ালখালীর মো. জাহাঙ্গীর (৩৯), ফটিকছড়ির ভানুমতি শীল (৪০), লাকি রানি দাশ (৩৮) ও সীতাকুণ্ড উপজেলার মো. জলিল আহাম্মদ (৪০)। এ চার উপজেলায় বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে সাতলা গ্রামে বজ্রপাতে নান্টু বালী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সুমন খান (২৬) নামে আরেক শ্রমিক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইথনপুর গ্রামের দক্ষিণ মাঠে বজ্রপাতে কোরবান আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের হাওলাদারকান্দি বালুরটেক এলাকায় বজ্রপাতে আয়শা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নাটোরের সিংড়া উপজেলার কলম কাজিপাড়া গ্রামে বজ্রপাতে মো. রাসেল (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বজ্রপাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরুন্দরপুর গ্রামে ফরিদ নওদা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর সদর ও মির্জাগঞ্জ উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে আবদুল মান্নান খোকন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বগুড়ার ধুনট উপজেলায় ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আদিল হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় বজ্রপাতে আরমান হোসেন (৭) নামে এক শিশু আহত হয়। ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে দুই শিশু নিহত হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া ও তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের হরিণখোলা গ্রামে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি শরীয়তপুরের জাজিরায় সেনেরচর ইউনিয়নের ছোট কৃষ্ণনগর এলাকায় আতিকুর রহমান মাতবর (১৪) এক যুবক বজ্রপাতে মারা গেছে। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ঘিওর সদর এলাকার মুক্তার হোসেনের ছেলে শাহীন হোসেন (১৮) ও দৌলতপুরের বাচামারা ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে গোলাম মোস্তফা (৪০)। এছাড়াও নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে আবদুল মান্নান খোকন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪