সাইবার হামলার আশঙ্কায় ঝুঁকি এড়াতে রাতে বন্ধ থাকছে কিছু ব্যাংকের এটিএম বুথ। গ্রাহকদের বুথ ব্যবহারে সন্দেহজনক গতিবিধির বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান বুথের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা। রাত যত গভীর হয় ঢাকা ততো ফাঁকা হয়। নিরব ঢাকায় জরুরি প্রয়োজনে গ্রাহকদের সেবায় জেগে থাকে ব্যাংকের এটিএম বুথগুলো। রাতের এই নিরবতায় আতঙ্কের খবর ছড়িয়েছে সাইবার হামলা। এমন শঙ্কায় ফের সতর্কতা জারি করেছে সরকার। এরই মধ্যে দু’একটি ব্যাংকের এটিএম বুথ রাতে বন্ধ রাখা শুরু হয়েছে। কোনো ব্যাংকের বুথ খোলা থাকলেও নির্দিষ্ট সময় পর রাতে টাকা উত্তোলন বন্ধ থাকছে।
দায়িত্বরতরা জানান, অনেক বুথের সার্ভার বন্ধ রাখা হয় রাত ১১টার থেকে। বেশিরভাগ এটিএম বুথ ২৪ ঘণ্টা খোলা থাকলেও, সন্দেহজনক গতিবিধির বিষয়ে সর্তক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ; এমনটাই জানালেন বুথের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা।
তারা জানান, অতিরিক্ত সময় নিয়ে কেউ বুথের ভেতর অবস্থান করলে তা নজরদারি করা ও কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। জানা গেছে, উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ সাইবার হামলা করতে পারে এমন আশঙ্কা থেকে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে একটি চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ ‘বিগল বয়েজ’ জড়িত থাকার প্রমাণ মিলেছে।