বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর । এই অভিনেত্রী শিকার হলেন শ্লীলতাহানির।
এমন অভিযোগ এনে তিনি দুই ব্যক্তির নামে পুলিশে অভিযোগও করেছেন।
তাদের মধ্যে একজন ইউটিবার এবং অন্যজন টুইটার ব্যবহারকারী।
স্বরার অভিযোগ, নেটমাধ্যমে ওই দুই ব্যক্তি নানা বার্তা ছড়িয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করছেন।
দিল্লির বসন্তকুঞ্জ থানায় নিজের অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় সেই দুই ব্যক্তির নামে মামলা হয়েছে।
এই ঘটনার শিকার হয়ে তিনি টুইটে লেখেন, ‘ শুধু আমি নই। আমার মতো অনেকেই এ ধরনের হেনস্থার শিকার হন। যেসব নারী স্পষ্টবাদী, তাদের এ ভাবেই খেসারত দিতে হয়। কিন্তু এটা একদমই ঠিক নয়।’
একাধিকবার নেটমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন স্বরা। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে মুখ খুলে প্রায়শই বিতণ্ডায় জড়ান তিনি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪