নোয়াখালীর চাটখিলে ৬ বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুর মোহাম্মদ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দিনগত রাতে উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম পরকোট গ্রামে নিজ বাড়ি থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৯ মার্চ ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই শিশু কিন্ডারগার্টেনে গেলে তাকে অচেতন করে ধর্ষণচেষ্টা করে নুর মোহাম্মদ। বাসায় এসে শিশু ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। পরে এ ঘটনায় ৩১ মার্চ রাত ১০টার দিকে ভুক্তভোগীর পরিবার চাটখিল থানায় মৌখিকভাবে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ ভিকটিমের বর্ণনা অনুযায়ী অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪