দিনাজপুরে পূজার শপিং করে ফেরার পথে খালা-ভাগ্নের মৃত্যু
দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছে। তারা সম্পর্কে খালা-ভাগ্নে বলে জানা গিয়েছে । আজ বুধবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের জালগাঁও গ্রামের কুমারপাড়ার সুদেব চন্দ্র রায়ের মেয়ে চম্পা রানী রায় (২৬) ও ৫ নম্বর ছাতইল ইউনিয়নের দেউর গ্রামের বিশ্বজিৎ রায়ের ছেলে শিশু জয় রায় (৫)।
বোচাগঞ্জ থানার এসআই রাজা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারা পূজার কেনাকাটা করতে যায়। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালক চম্পা রানী রায় নিহত হন।
শিশু জয় রায়কে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
বোচাগঞ্জ থানার ওসি জানান, ট্রাকচালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।