হামলা হলে আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়ে দেশে সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে পা ভাঙা এ দলকে প্রতিহত করা হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় সমাবেশ সফলের প্রস্তুতি হিসেবে এ সভা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘দিনাজপুরে এক জনসভায় তিনি (মির্জা ফখরুল) অশান্তির কর্মসূচি দিবেন জানিয়েছেন। কিন্তু আমরা বলতে চাই, আমাদের ওপর হামলার চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
এ সময় তিনি জানান, আগামী ২ আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ হবে জনসমুদ্র। রংপুর সজীব ওয়াজেদ জয়ের জন্মস্থান। এখনি পাড়া-মহল্লায় প্রধানমন্ত্রীর আগমন ও এ বিভাগের উন্নয়ন প্রচারের আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জনমত জরিপ চলছে। এ সমাবেশ জনপ্রতিনিধি ও মনোনয়নপ্রত্যাশীদের জনমতের পরীক্ষা। ফলে নিজ উদ্যোগে সবাইকে সমাবেশ সফলে কাজ করতে হবে।’
আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমি, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, হুইপ ইকবালুর রহিম, মাহাবুব আরা বেগম গিনি, আহসানুল হক চৌধুরী ডিউক এমপি প্রমুখ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪