দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।
রোববার (২০ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘এই দেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে হবে। এটা পরিষ্কার কথা। ইনিয়ে-বিনিয়ে বলছি না। এই সত্যকে মানতেই হবে।’
দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, ‘ষড়যন্ত্র শেষ হয়নি। বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে বিতাড়িত করা না যাবে ততক্ষণ যুদ্ধ চলবে। ব্যালট কিংবা অস্ত্র, আমরা এই যুদ্ধ করবো।’
সাঈদীর মৃত্যুকে স্বাভাবিক উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘সাঈদী যুদ্ধপরাধী। তিনি অসুস্থ হয়েই মৃত্যুবরণ করেছেন। তার পরিবার পোস্টমর্টেম চায়নি, তারা লিখিত দিতে চেয়েছে। কিন্তু আমরা নৈরাজ্য এড়াতে পোস্টমর্টেম করাতে চেয়েছিলাম। লিখিত দেয়ার পর আমরা আর পোস্টমর্টেম করিনি। এখন তারা মিথ্যাচার করছে। এটা অন্যায়।’
সুশীল সমাজের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, সুধীজনেরা পকেটের তেল একেক সময় একেক জনকে দেন। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। তারাই ক্ষতি করতে পারে।
বঙ্গবন্ধু হত্যা সম্পর্কে তিনি বলেন, বাঙালিকে অধিকার সম্পর্কে শিখিয়েছেন বঙ্গবন্ধু। তাই মানুষ স্বাধীনতা সংগ্রামে এগিয়ে এসেছে। বঙ্গবন্ধু বাঙালির জন্য প্রাণ দিতে ভয় পাননি। ১৫ আগস্টের ঘটনা আমার স্বপ্নের বাইরে ছিল। এটা হতে পারে না। মোস্তাক খুনি। মোস্তাকের সঙ্গে যারা ছিল তারা না থাকলে মোস্তাক টিকতে পারতো না।