
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ে তোলা উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে পরিকল্পনা নিয়েছেন যা আজকের শিক্ষার্থীরাই গড়ে তুলবে।’
হুইপ বলেছেন, ‘বর্তমান শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের শিক্ষার্থীরা।’
শনিবার দিনাজপুর সরকারি মহিলা কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগে শতকরা ৪৪ শতাংশ শিক্ষার্থী বই কেনার অভাবে ঝরে পড়তো। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। এতে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা কমে যায়। গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। একটি দেশকে উন্নত করতে হলে শিক্ষিত জাতি দরকার। প্রধানমন্ত্রী সকলের শিক্ষা নিশ্চিত করেছেন।’
দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা পারভীন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ সাইফুদ্দিন এমরান, গনিত বিভাগের সহকরি অধ্যাপক একেএম রশিদুল হাসান মানিক, শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, ছাত্রী আতিকা ইশরাক আর্চি, তাজ কেরাতুন নুর ঝর্ণা।
উল্লেখ, দিনাজপুর সরকারি মহিলা কলেজে উন্নয়ন বাবদ ৫০শতক জায়গা পুনঃরুদ্ধার ও সীমানা প্রাচীর নির্মাণ বাবদ ২০লাখ টাকা, ক্যান্টিন নির্মাণ ২০লাখ টাকা বরাদ্দ, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে ৮লাখ টাকা বরাদ্দ, হোস্টেল মেরামতসহ স্যানিটারি ব্যবস্থা করে দেওয়া বরাদ্দ ১২লাখ টাকা, প্রিন্সিপাল কোয়াটার মেরামত ৮ লাখ টাকা, সীমানা প্রাচির উচুকরন বাবদ বরাদ্দ ১২ লাখ টাকা, মুক্তিযোদ্ধা কর্নার নির্মাণ ১২লাখ টাকা বাদ্দ, ব্যবসায়িক ও শিক্ষা ভবন দ্বিতীয় তলা সম্প্রসারণে ৩৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।