
এশিয়া কাপে বাংলাদেশের নারী দল ঘোষণা
নারীদের এশিয়া কাপ আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এবারের আসরটির আয়োজক বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই হবে সিলেটে। এই আসরের জন্য বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে স্ট্যান্ডবাই হিসেবে থাকবে ৪ ক্রিকেটারকে।
গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দল ঘোষণা করেছে।
এবারের নারী এশিয়া কাপ আসরে ৭টি দল খেলবে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে টেবিলের শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনাল। আর সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর।

শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৫ অক্টোবর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ উদ্বোধনী দিনে সকাল ৯টায় মাঠে নামবে। যেখানে প্রতিপক্ষ থাকবে থাইল্যান্ড। এশিয়া কাপ আসরের মোট ২৪ ম্যাচের মধ্যে ৯টি হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪