সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক লাইভে বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটি জানানো হয়েছে।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যাান্ড। এই ম্যাচ শেষ হওয়ার পরই বিশ্বকাপের দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড।
আইসিসির নিয়মানুসারে আজই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে। আগামীকাল বিকেল চারটায় বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে টাইগাররা।
বিশ্বকাপ দলে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের থাকার সম্ভাবনা কম। হয়তো এ কারণেই তামিমের বড় ভাই বিশ্বকাপ দলের ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪