সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল ও সড়ক অবরোধের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটলে পুলিশ এসে ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটককৃতদের পরিচয় জানায়নি পুলিশ।পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরের বারুথখানা এলাকা থেকে একটি মিছিল নিয়ে জিন্দাবাজারের দিকে আসে বিএনপি। সেখানে এসে অবরোধের সমর্থনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে এক দল লোক মশাল মিছিল বের করে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ যানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়।’
এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে জানিয়ে তিনি বলেন, এ সময় তিনজনকে আটক করা হয়।