পৌরসভা নির্বাচনে আজ থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের জন্য ফরম বিক্রি শুরু হচ্ছে। বিএনপি চেয়াপারসনের গুলশান কার্যালয় কিংবা সংশ্লিষ্ট জেলা বিএনপির কার্যালয় থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে।
গতকাল কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে ৭ থেকে ১৪ ডিসেম্বর। চূড়ান্ত দলীয় মনোনয়ন ঘোষণা ও প্রত্যায়নপত্র দেয়া হবে ১৮ ডিসেম্বর।
এতে আরও বলা হয়, শুধু বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ফরম জমা দিতে হবে। ফরম সংগ্রহ ও জমার ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে তা হল- নির্ধারিত আবেদন ফরম ছাড়া অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ১৪ ডিসেম্বর বিকাল ৫টার পর কোনো আবেদন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে না। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে দেশের ৬১টি পৌরসভায় নির্বাচন হবে।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪