বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মৃত্যুবরণ করেছেন। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।
কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা কামাল ইবনে ইউসুফের পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয় অঞ্চল) শামা ওবায়েদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪