ঢাকা, ১১ আগস্ট – সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ শুক্রবার (১১ আগস্ট) ঢাকায় গণমিছিল করবে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, “শুক্রবার বাদ জুমা ঢাকা দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে দুটি গণমিছিল করা হবে। আলাদা করে একই সময় গণমিছিল দুটি হবে।” বিএনপির সঙ্গে এক দফা দাবিতে আন্দোলনে থাকা অন্যান্য দলগুলোও একইদিনে যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।
তিনি বলেন, “আশা করি, সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না। বাধা দিলে তার দায় সরকারকে নিতে হবে।” তিনি জানান, বিএনপি ছাড়াও আগামী শুক্রবার তাদের সমমনা দলগুলো আলাদাভাবে কর্মসূচি পালন করবে।
বিএনপির এই গণমিছিলের বিষয়ে বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া এসেছে। বিএনপি নেতারা বলছেন, এই গণমিছিল সরকারের পদত্যাগ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই করা হচ্ছে। তারা আরও বলেন, সরকার যদি এই গণমিছিলকে বাধা দেয় তাহলে তা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সমান হবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪