প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচন চায় না; বরং দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়। তিনি মঙ্গলবার ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে এক ভাষণে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জানে জনগণ তাদের ভোট দেবে না। তাই বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি ভোট কারচুপির কারণে যারা বিতাড়িত হয়েছে তাদের ভোট দিতে যাবে কেন?
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কখনো দেশবাসীর কল্যাণ চায় না। বরং তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। তাদের উদ্দেশ্য হলো ঘোলাপানিতে মাছ শিকার করা। তাই তাদের লক্ষ্য বাংলাদেশের অগ্রগতি ব্যাহত করা।
তিনি বলেন, যে কোনো অসৎ উদ্দেশ্য নস্যাৎ করতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য প্রবাসীদের তাদের পরিবার এবং আত্মীয়দের এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখতে উৎসাহিত করতে হবে।
প্রধানমন্ত্রী বিভিন্ন খাতে তার সরকারের সাফল্য এবং ২০০৯ সাল থেকে দেশের অর্জিত অগ্রগতির কথাও তুলে ধরেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪