
পঞ্চগড়ে নৌকাডুবি : মৃত্যু বেড়ে ২৫
শারদীয় দুর্গোৎসবের মহালয়ার দিন। করতোয়া নদীটির ওই পারে মন্দির। পূজার জন্য পরিবার নিয়ে নৌকায় করে সেই মন্দিরেইা যাচ্ছিল এপারের সনাতন ধর্মাবলম্বীসহ প্রায় ৮০ জন। নৌকাটি নদীর মাঝে গিয়ে স্রোতে দুলতে শুরু করে ।
ওপারে যেতে না পেরে নৌকার মাঝি ফিরে আসার চেষ্টা করেন । কিন্তু কিছুক্ষণের মধ্যেই উল্টে যায় নৌকাটি। ডুবে মারা যায় ২৫ জন। এর মধ্যে ৮জন শিশু। ১২ জন নারী এবং ৫ জন পুরুষ। বেঁচে যাওয়া ব্যক্তি, প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও প্রশাসনের কর্মকর্তাদের বর্ণনায় এ তথ্য জানা গেছে।
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অনেকে সাঁতরে তীরে ওঠে। তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছে ।
স্থানীয় বাসিন্দা লাবু ইসলাম বলেন, ‘আমাদের চোখের সামনেই নৌকাটি ডুবে গিয়েছে। নৌকার ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ যাচ্ছিলো নৌকাটিতে। নৌকাটি মাঝনদীতে যাওয়ার পর দুলতে থাকে। এক পর্যায়ে সরাসরি উল্টে যায়। সবাই নৌকার নিচে চাপা পড়ে। কেউ কেউ সাঁতরে উঠে আসে। শিশু ও নারীরা ডুবে যায়।’
পূজা উপলক্ষে ঘাট এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্য মতিয়ার রহমান বলেন, ‘নৌকার মাঝিদের অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপারের জন্য আমরা নিষেধ করছিলাম। কিন্তু কেউ কথা শোনেনি। মানুষও কথা শুনছিল না। নৌকা পারে ভেড়ার সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে নৌকায় উঠছিল। তাই এমন দুর্ঘটনা ঘটেছে। ’

দুর্ঘটনার কারণ খুঁজতে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নৌকাটিতে ছিল। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের উদ্ধারকাজ পাঁচ ঘণ্টাব্যাপী চলেছে। তবে কেউ নিখোঁজ থাকলে তাদের স্বজনদের যোগাযোগের জন্য মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। ’
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪