
দিনাজপুরে গোসল করানোর সময় নড়ে উঠল মৃতদেহ, অতঃপর...
দিনাজপুরের হিলিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন সোহাগ হোসেন (৩৫) নামের এক যুবক। দাফন করার জন্য খোঁড়া হয় কবরও । কিন্তু গোসল করানোর সময় মরদেহের শ্বাস-প্রশ্বাস নেওয়া ও নড়ে উঠা বুঝতে পারেন স্বজনরা।
এ সময় দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে নিশ্চিত করা হয়।
এ ই ঘটনাটি ঘটেরোববার সকালে হিলির দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি গ্রামে ।সোহাগ হোসেন ওই গ্রামের হারেজ আলীর ছেলে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শামিম সরদার বলেন, আমার ফুফাতো ভাই সোহাগ নাটোরে তার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মৃত্যুবরণ করেন। এরপর তার দাফনের প্রস্তুতি চলছিল; এ সময় সে জীবিত আছে বলে কেউ কেউ বলতে থাকেন। যার কারণে তাকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানেও প্রাণের অস্তিত্ব একটু বুঝতে পেরে তাকে জয়পুরহাটে নিয়ে যাওয়ার জন্য বলে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই মোতাবেক জয়পুরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা মৃতদেহ ফেরত নিয়ে বাড়িতে আসছি বিকালেই তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।