ঢাকার করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে । বাসিন্দাদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি এবং সম্মুখসারির যোদ্ধা তাদের এই ডোজের জন্য নতুন করে নিবন্ধন করার দরকার হবে না। যারা তৃতীয় ডোজ পাওয়ার যোগ্য, তাদের মোবাইলে এসএমএস চলে যাবে।
স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিঞা জানান, যাদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৬ মাস পেরিয়েছে, তাদেরকেই এখন তৃতীয় ডোজ দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রনের থেকে রক্ষা পেতে সবাইকে ভ্যাকসিন নিতেই হবে এবং মাস্ক পরতে হবে।
আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪