দিনাজপুর প্রতিনিধি : সাভারের রানা প্লাজা ধসে চিরপঙ্গুত্ববরণকারী (দুই পা হারানো) দিনাজপুরের ফুলবাড়ীর গৃহবধূ রেবেকার হাতে গতকাল সোমবার নগদ ১ লাখ ৪১ হাজার চেক প্রদান করেছে ব্র্যাক।
গতকাল দুপুর তিনটায় উপজেলার রাজারামপুর ফকিরপাড়াস্থ ব্র্যাকের ফুলবাড়ী আঞ্চলিক কার্যালয়ে রেবেকার হাতে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে নগদ চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. মাসুদ রানা, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) সবুজ সাহা, আরএএম (অর্থ ও হিসাব) মো. সেলিম হোসেন, আরএএম (এইচএনপিপিভিবি) রহমত উল্লাহ, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. আব্দুর রাজ্জাক, শাখা ব্যবস্থাপক (দাবি) এটিএম মমিনুল ইসলাম মন্ডল প্রমুখ। শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আঞ্চলিক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. মাসুদ রানা, সাভারের রানা প্লাজা ধসে চিরপঙ্গুত্ব (দুই পা হারানো) রেবেকার ৫ বছর পূর্বে এক লাখ টাকা প্রদান করা হয়েছিল। ওই টাকা ব্র্যাকে ফিক্সড ডিপোজিট করেন রেবেকা এবং মূল টাকার লভ্যংশ হিসেবে রেবেকা প্রতিমাসে এক হাজার পেতেন। রেবেকা ২৭ মাস লভ্যংশের টাকা গ্রহণ না করায় ৫ বছর মেয়াদ পূর্তিতে মূল এক লাখ টাকাসহ লভ্যংশের ৪১ হাজার টাকার চেক প্রদান করা হয়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪