
দিনাজপুরে কাঠ পোড়ানোর অভিযোগে ইটভাটার জরিমানা
দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে ৩ ভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল থেকে অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করে তারা। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আশিক রেজা ও সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার। অভিযানে পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন দফতরটির দিনাজপুর জেলার উপপরিচালক একেএম ছামিউল আলম কুরসি।
জরিমানা করা ইটভাটাগুলো হলো: উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামের খালেদ জুবায়ের রতনের মালিকানাধীন এম.এম.এ ব্রিকস, বিনোদনগর ইউনিয়নের রামভদ্র পুর গ্রামের মোজাম্মেল হক মিঠুর মালিকানাধীন টিএইচএম ব্রিকস এবং চকদলু গ্রামের মিনহাজুল ইসলামের মালিকানাধীন এম এম ব্রিকস।