দিনাজপুরে ‘আমাদের জনজীবনে নৌপথ’ এই প্রতিপাদ্য নিয়ে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বিশ্ব নদী দিবস’ পালিত হয়েছে। আজ (২৫ সেপ্টেম্বর) রবিবার এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে । সভার আগে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির সভাপতি খালেদ মোহাম্মদ জাকী। এছাড়া আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ বারিউল করিম খান, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ খালেদুর রহমান প্রমুখ।
অপরদিকে, মানুষের জন্য নদী, নদী বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে বীরগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিজয় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা উত্তর জনপদের আত্রাই, ঢেপা, পূনর্ভবা ও তিস্তা নদীসহ দেশের সকল নদী দখল-দূষণ ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, নদী রক্ষায় সঠিক পদক্ষেপ না নেওয়ায় কালের গর্ভে নদীগুলো বিলিন হয়ে যাচ্ছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪