দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় মামলার চার্জশিট জেলা আদালতে জমা দিয়েছে ডিবি পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে জেলার ঘোড়াঘাট আদালতে চার্জশিটটি জমা দেন ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর। তিনি জানান, আজ দুপুরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর হামলা মামলার আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে চার্জশিট জমা প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর রবিউল ইসলাম হামলা করে। সরকারি বাসভবনে প্রবেশ করে অর্থ লুটসহ ইউএনও’র মাথায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইউএনওকে উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তার অবস্থা আশঙ্কা জনক হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা আরও আশঙ্কা হলে হেলিকপটার যোগে তাকে ঢাকায় নেওয়া হয়।