হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পরিকল্পনা করছে চীন সরকার। অঞ্চলটির ক্ষমতায় ‘দেশপ্রেমিকদের’ অবস্থান শক্ত করতেই এই সংস্কারের পরিকল্পনা নেয়া হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) দেশটির রাজধানী বেইজিংয়ে শুরু হওয়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সম্মেলনে পরিকল্পনাটি তুলে ধরা হয়। একই সঙ্গে হংকং ইস্যুতে বহিরাগতদের হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে জানান দেশটির প্রধানমন্ত্রী।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, এর মধ্যে দিয়ে অঞ্চলটিতে নিজেদের আধিপত্য বৃদ্ধি করতে চাচ্ছে চীন সরকার। সম্মেলনে হংকং ছাড়াও এদিন তাইওয়ান ইস্যুতেও নিজেদের অবস্থান তুলে ধরে চীন। একই সঙ্গে দেশের সেনাবাহিনীকে আধুনিক করতে নানা পরিকল্পনা নেয়া হয়েছে বলেও সম্মেলনে জানানো হয়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪