
চিরিরবন্দর : দুই বছর ধরে কৃষকের কাজে আসছে না রাবার ড্যাম
দিনাজপুরের চিরিরবন্দরে সাঁইতাড়া ইউনিয়নে কাঁকড়া নদীতে ২০০১ সালে শুকনো মৌসুমে কৃষকের পানি সেচের সুবিধার্থে একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। শুকনো মৌসুমে আরও বেশি পরিমাণে পানি ধরে রেখে সেচের সুবিধা বিবেচনায় ২০১৩ সালে সদর উপজেলার মোহনপুর গ্রামে আরও একটি রাবার ড্যাম নির্মাণ হয়।
ফলে শুকনা মৌসুমে দুটি রাবার ড্যাম চালু রেখে পানি ধরে রাখার মাধ্যমে আত্রাই ও কাঁকড়া নদীর দুই পাড়ের বিস্তীর্ণ মাঠ সেচের আওতায় এনে ফসল ফলানো হচ্ছে কয়েক বছর ধরে।
তবে গত ২ বছর ধরে মোহনপুরে কৃষকরা রাবার ড্যাম থেকে সেচ সুবিধা পাচ্ছে না। কখনো বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আবার কখনো রাবার ড্যামের বেলুনের পাইপ ফুটো হয়ে যাওয়া কারণে পানি আটকানো সম্ভব হচ্ছে না। ফলে ইরি-বোরোর ভরা মৌসুমেও মাঠের পর মাঠ শূন্য পড়ে আছে।

জানা গিয়েছে, জেলার দুই সদর ও চিরিরবন্দর উপজেলা আত্রাই ও কাঁকড়া নদীর দুই পাড়ের বিস্তীর্ণ মাঠে প্রায় ১০০০ হাজার হেক্টর জমি সেচের আওতায় আনা হয়েছে মোহনপুর রাবার ড্যামের মাধ্যমে। কিন্তু গত ২ বছর ধরে মোহনপুর রাবার ড্যাম বিদ্যুৎ বিল বকেয়া ও রাবার ড্যামের পাইপ ফুটো হয়ে পড়ে আছে।

গত বছর ইরি-বোরো মৌসুমের শেষ দিকে বিদ্যুৎ বিল পরিশোধ ও রাবার ড্যামের ৩টি পাইপের মধ্যে ২টি পাইপ ফুটো পড়ে ছিল, পরে দুটি ফুটো পাইপ মেরামত করে সচল করা হলেও কৃষকের সেচের উপকারে আসেনি। এবার বর্ষা মৌসুমের রাবার ড্যামের পানি আটকে রাখলেও ইরি-বোরো শুকনো মৌসুমে আবার পাইপ ২টি ফেটে যায়। ফলে আবারও ভোগান্তিতে পড়েছে হাজারো কৃষক।