
দিনাজপুরে অটোরিকশার ধাক্কায় পঞ্চম শ্রেণির ছাত্রী নিহত
দিনাজপুরের কাহারোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আর্নিকা খাতুন (১০) উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মহদীপুর গ্রামের মো. আমিনুল ইসলামে মেয়ে। সে উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় রাস্তায় পড়ে যায় আর্নিকা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।