বিএনপির মিছিল থেকে ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ সদস্য আহত
বগুড়ার গাবতলীতে বিএনপির মিছিল থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে গাবতলী মডেল থানা সংলগ্ন তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
ককটেল বিস্ফোরণে আহত পুলিশ সদস্যরা হলেন-গাবতলী মডেল থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস, সহকারী উপপরিদর্শক এনামুল হক ও জয়দেব কুমার।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘গাবতলী পৌর এলাকার তিনমাথা মোড়ে মসজিদ সংলগ্ন স্থানে গাবতলী থানা পুলিশের একটি দল দায়িত্বরত ছিল। দুপুর দেড়টার দিকে অবরোধের সমর্থনে বিএনপির একটি মিছিল তিনমাথা মোড় হয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিল। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি পুলিশের কাছাকাছি রাস্তায় পড়ে বিস্ফোরিত হলে পুলিশের তিনজন সদস্য আহত হন।
বিস্ফোরণে তাদের পা এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।’
আহতদের গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার।
পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় থানায় মামলা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আহতদের নিয়ে ব্যস্ত থাকায় তাৎক্ষণিক কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে হামলায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।