
দিনাজপুরে ট্রাকের নিচে পড়ে কলেজছাত্র নিহত
দিনাজপুর – বিরামপুরে ট্রাকের ধাক্কায় মো. ওমর ফারুক (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চাঁদপুর মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
ওমর ফারুক পৌর শহরের হাসপাতাল রোড মর্ডান ক্লিনিক এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বিরামপুর সরকারি কলেজে আসেন ওমর ফারুক। পরে চাঁদপুর পাম্প থেকে তেল নিয়ে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রাকের চাকার নিচে পড়ে ওমর ফারুকের মাথা থেতলে ঘটনাস্থলে মারা যান।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় ফারুকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি রেলগুমটি এলাকায় থেকে জব্দ করা হয়েছে।