
দিনাজপুরে ট্রাকচাপায় কলেজছাত্রী নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকচাপায় প্রিতী রানি (২২) নামে এক কলেজছাত্রীর নিহত হয়েছে। বুধবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ভুষিরবন্দর আত্রাই নদী ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিতী রানি দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও উপজেলার নতুন ভুষিরবন্দর এলাকার জেলেপাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে।
স্থানীয়রা জানান, প্রীতি রানীসহ আরও তিন যাত্রী ভ্যানে রামডুবি এলাকা থেকে ভুষিরবন্দর বাজারের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি ভুষিরবন্দর বাজারসংলগ্ন সেতুর কাছে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী মালবাহী ট্রাক ওই ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়েন যাত্রীরা। এর মধ্যে প্রীতি রানী ডানদিকে ছিটকে পড়লে তিনি ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে প্রীতির মৃত্যু হয়। তবে অন্য তিন যাত্রী বাঁ দিকে ছিটকে পড়ায় তাঁরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, দুর্ঘটনার পর নিহত ব্যক্তির স্বজনেরা ঘটনাস্থল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছেন। ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহত ছাত্রীর পরিবার থেকে অভিযোগ পাওয়া সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।