বিরলের দু’জন রাজনৈতিক ব্যক্তি কেন্দ্রীয় যুবলীগে স্থান করে নেয়ায় বিভিন্ন মহলের নেতৃবৃন্দের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়েছে। বিরল উপজেলার ও দিনাজপুর জেলার এবং সমগ্র বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অতি পরিচিত কর্মীবান্ধব ব্যক্তিত্ব ও প্রিয় মুখ দু’জন কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত কমিটিতে স্থান পাওয়ায় পৃথক পৃথক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত কমিটিতে সহ-সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন শাহ জয় ও সদস্য পদে মোঃ কাইফ নির্বাচিত হয়েছে। বিরল উপজেলার ধামইর ইউপি’র ধামইর গ্রামে মোঃ আলমগীর হোসেন শাহ জয় এর এবং শহরগ্রাম ইউপি’র লক্ষ্মীপুর গ্রামে মোঃ কাইফ ইসলামের পৈত্রিক বাড়ী। মোঃ আলমগীর হোসেন শাহ জয় এর আগেও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ছিলেন এবং মোঃ কাইফ ইসলাম কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দিনাজপুর নিউজ২৪ডটকম পরিবারের পক্ষ হতে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।